নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ জুন) দিনব্যাপী বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেন।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, খাদ্যপণ্য, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস সামগ্রী। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে বিজিবি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদক ও চোরাচালান দমন কার্যক্রম আরও জোরদার করা হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত