নাজমুল হোসেন রনি, ঢাকা:
রাজধানীর ফার্মগেট, মগবাজার ও মহাখালীতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৬ জুলাই) রাতে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ফার্মগেট:
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের বেলায় দুর্বৃত্তরা হঠাৎ রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। ফুটপাতে আম বিক্রি করা এক পথচারি পা দিয়ে সরাতে গেলে ককটেলটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
মগবাজার:
মগবাজার এলাকার বাসিন্দারা জানান, রাতের দিকে তারা বিস্ফোরণের একটি তীব্র শব্দ শুনেছেন। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
মহাখালী:
মহাখালী এসকেএস টাওয়ারের সামনে রাতের বেলায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, বিস্ফোরণস্থলগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত