বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম)।
মঙ্গলবার (৮ জুলাই) নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে এই নোটিশে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ৫ম সিজনের ১ থেকে ৮ পর্বে বেশ কিছু সংলাপ রয়েছে, যা অশ্লীল, দ্ব্যর্থবোধক এবং সমাজের কিশোর-তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
নাটকের সংলাপে “ডেট”, “উনিশ/বিশ”, “টাকা হলে শিশা খেতে পারতাম”, “বাঙালি পোশাক লুঙ্গি”— এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে, যা নীতিনৈতিকতার পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
এছাড়া “ফিমেল”, “কিডনি”, “দই”— এসব শব্দ ব্যবহার করে যেভাবে সংলাপ তৈরি করা হয়েছে তা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির বিরুদ্ধে, এমন মন্তব্য করে নোটিশে দাবি করা হয়— এসব সংলাপ নারীদের অবমাননা করে।
এই বিষয়ে নাটকের সংশ্লিষ্টদের অবস্থান জানতে চেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান আইনজীবী মহি উদ্দিন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত