নিজেস্ব প্রতিবেদকঃ
রূপান্তর এর আয়োজনে সুইজারল্যাড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবানে ঝিনাইদহ সদর উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিটে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জনাব হোসনেআরার সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা। স্বাগত বক্তব্যে তিনি উপস্থিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়নের মানুষকে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট সকল দালাল চক্রকে সামাজিকভাবে বয়কটের আহবান জানান । এবং সেইসাথে সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে এই কমিটিকে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন এই কমিটির সবাই মিলে উপজেলা থেকে মানব পাচার প্রতিরোধ করতে হবে। এরজন্য সকল প্রকার সহযোগিতা আপনারা আমার কাছ থেকে পাবেন। স্বাগত বক্তব্যের পরে আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল প্রকল্পের সামগ্রিক কার্যক্রম ও রূপান্তর সম্পর্কে ধারণা, আশ্বাস প্রকল্প পরিচিতি, প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল, মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দীক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃজহিরুল ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মোঃ আল-মামুন। এরপর প্রেরণার আলোক শিখা এবং আগুন পাখি নামক দুটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শণ করা হয়। প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন-আশ্বাস প্রকল্প ঝিনাইদহের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস। এতে আরো উপস্থিত ছিলেন মানব পাচার প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা ।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত