নিজেস্ব প্রতিবেদকঃ
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দির জন্য আনা জামাকাপড়ের ভেতরে গাঁজা লুকিয়ে দেওয়ার সময় ফজলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
আটক ফজলু মিয়ার বাড়ি হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায়। তার বাবার নাম মকবুল হোসেন। কারা কর্তৃপক্ষ জানায়, বিকেলবেলা ফজলু মিয়া একজন বন্দির জন্য কাপড়চোপড় নিয়ে কারাগারে আসেন। এ সময় নিরাপত্তা চেকের অংশ হিসেবে জামাকাপড় তল্লাশি করেন কারারক্ষীরা। প্যান্টের পকেটের সেলাই করা অংশ খুলে দেখা যায়, সেখানে লুকিয়ে রাখা রয়েছে ১০ গ্রাম গাঁজা।
ঘটনার পরপরই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত