নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোটবোন খুন হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে সাহারুল ইসলামের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম শারমিন, তিনি একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত বড় ভাই খোকন, কাশেম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, শারমিন ও খোকনের পরিবার একই বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী থাপ্পড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে খোকন তার বোনের স্বামীর ওপর হামলা করতে যান। একপর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে, শারমিন বাধা দিতে গিয়ে নিজেই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত শারমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত