নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর জেলার শার্শা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে পশ্চিম কোটা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় শার্শা থানাধীন পশ্চিম কোটা গ্রামস্থ মো. হাচান এর মুদি দোকানের সামনে। সেখান থেকে মো. আসাদুল মোল্লা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা; পিতা মো. ওয়াজেদ আলী মোল্লা ও মাতা মোছাঃ শাহানারা খাতুন।
আটকের সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মো. আসাদুল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত