নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে ৮ আগস্ট দুপুরে হেফাজতে নেয় যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, তাদের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ীতে নাশকতার একটি সিআর মামলা রয়েছে। এছাড়াও বিগত সরকারের সময় বিভিন্ন অস্থিরতা, দমন-পীড়ন ও নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
যশোর ডিবির ওসি এনামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। যদিও এখনো তাদের আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়নি।
ডিবি সূত্রে জানা যায়, খুলনা বিভাগের সিবিএ অন্তর্ভুক্ত কর্মীদের নিয়ে ওইদিন দুপুরে যশোরে একটি সম্মেলন চলছিল। হঠাৎ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে তথ্য আসে যে, এনামুল ও রুবেল নাশকতা মামলার আসামি। এরপর ডিবির একটি দল গিয়ে তাদের হেফাজতে নেয়।
এই ঘটনায় সম্মেলনস্থলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অনেকেই স্থান ত্যাগ করেন। পরে ওই দুই নেতাকে যশোর ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, এনামুল ও রুবেল পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠ সহকারী পদে কর্মরত। ২০২৩ সালে আওয়ামী সমর্থিত সিবিএ প্যানেল থেকে নির্বাচিত হন তারা। তাদের বিরুদ্ধে নাশকতার মামলাটি ঢাকার আদালতে চলমান রয়েছে।
ডিবি জানায়, মামলার পাশাপাশি অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত