 
     
 ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের নওশিন নাহার অথি। তিনি স্থানীয় গাজী পরিবারের সদস্য ও সদর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজীর বড় মেয়ে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।
৮ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত তিন সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে নওশিন নাহার অথি আহ্বায়কের দায়িত্ব পান।
নেতৃত্বের এই স্বীকৃতিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব পেয়ে অথি বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে পালন করব।” তার পিতা মেয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত অথির দাদা মরহুম নুর জালাল গাজী ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির একাধিকবারের সভাপতি। তার ফুফাজি আব্দুস সাত্তার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান ছিলেন, আর ফুফু শেলিনা পারভীন শেলি বর্তমানে যশোর সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত