 
     
 ডেস্ক রিপোর্ট:
খুলনার ডুমুরিয়া উপজেলায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশনের জন্য সকালে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আরিফ মোল্লার স্ত্রী ময়না (৪৫) ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুইজন আহত হন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল ত্যাগ করেন।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত