ডেস্ক রিপোর্ট:
যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ফকির শওকত বর্তমানে অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার রাতের দিকে হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলার পশ্চিম পাশের মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তার একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। এর পর শনিবার রাত প্রায় ১০টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিসিইউতে ভর্তি করেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত