যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহানের সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিনভর উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে পুলিশ সুপার রওনক জাহান বলেন—
“এই নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে। তাই কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ না করার জন্য সবাইকে অনুরোধ করছি।”
এছাড়াও তিনি নিয়োগ চলাকালে কয়েক দফায় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত