নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে পৃথক অভিযানে ৩৬টি স্বর্ণের বারসহ তিনজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার কোদালিয়া বাজার এবং যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আশরাফুল ইসলাম সাজিদ, যশোরের ঝিকরগাছার সুজন দাস বাপ্পি এবং শহরের লোন অফিসপাড়ার জাহিদ হোসেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দীকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নিয়ে পাচারকারীদের শরীরে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ঢাকার যাত্রাবাড়ি ও মানিকগঞ্জ থেকে স্বর্ণ সংগ্রহ করে তারা যশোর ও সাতক্ষীরার সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করছিল।
উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটক তিনজনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত