যশোরের বাঘারপাড়া উপজেলায় যশোর-নড়াইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ভাঙ্গুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বাঁশবোঝাই ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা হলেন—যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়া গ্রামের আক্তার হোসেন এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার এসআই নিক্কন অঢ্য (৩৫)।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত