 
     
 ডেস্ক রিপোর্ট:
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আলভী (৯) ও মেয়ে সায়ফা (২)। সোমবার সকালে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সকালে প্রতিবেশীরা বিদ্যুৎ বিল সংগ্রহ করতে বাসার দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাননি। পরে বাড়ির মালিক ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইড জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক চাপ থেকে মা সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
নিহত শিখার স্বামী শাহীন দেওয়ান প্রায় এক মাস আগে মালয়েশিয়া গেছেন। তিনি দেশে থাকাকালে হ্যালোবাইক চালাতেন। শিখা তাঁর দ্বিতীয় স্ত্রী। আলভী প্রথম সংসারের এবং সায়ফা বর্তমান সংসারের সন্তান।
পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত