নিজেস্ব প্রতিবেদক:
যশোর শহরতলির ধর্মতলায় একটি মাংসের দোকানে গরুর বাছুর জবাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ‘মা-বাবার দোয়া মিট হাউজ’ নামের দোকানটিতে বাছুর পাওয়া যায় বলে স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে টাস্কফোর্স দল সেখানে অভিযান চালায়। তবে এর আগেই দোকান মালিক নজরুল ইসলাম পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অভিযোগ পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাদের পৌঁছানোর আগে বাছুরটি সরিয়ে ফেলা হয়। মালিককে ফোন করা হলেও তিনি আসেননি। পরে দোকানে থাকা ১২ কেজি মাংস ধ্বংস করা হয় এবং জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দোকানের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত