 
     
 নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে সংঘটিত স্বর্ণ ডাকাতি মামলায় আরও চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিবি পুলিশ জানায়, গত ৪ জুলাই সকালে সাতক্ষীরার স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু ও দোকানের কর্মচারী রাসেল স্বর্ণ কিনে যশোর থেকে ফিরছিলেন। রাজারহাট রেলক্রসিং এলাকায় পৌঁছালে প্রাইভেটকার থামিয়ে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে দেন। এ সময় তাদের কাছ থেকে ১৯ ভরি আট আনা স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মনিরামপুর থানার ট্যাংরাখালী এলাকায় ফেলে যায়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা হলেন— কুষ্টিয়ার রায়হানুল হক, সাতক্ষীরার গৌরাঙ্গ সরকার ও বিকাশ মজুমদার বাবু এবং যশোরের মাহিন রহমান সাগর। সোমবার সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিকেলে আদালতে সোপর্দ করা হলে রায়হানুল হক ও মাহিন রহমান সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত