 
     
 নিজেস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একের পর এক ককটেল হামলায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় স্টেশন বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এই হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, একটি চক্রের দাবি করা চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে।
প্রথম হামলাটি হয় মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে। প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমান বিশ্বাস কয়লা, গম ও ভুট্টার ব্যবসা করেন। তিনি জানান, মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত প্রতিষ্ঠান লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। এর একটি ভেতরে বিস্ফোরিত হয়ে জানালার কাচ ভেঙে দেয়। এ সময় কর্মচারী মাসুম (৩২), শাওন (৩০) ও জাহাঙ্গীর (২৮) আহত হন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জিয়াউর রহমানের অভিযোগ, প্রায় এক মাস আগে ভারতীয় একটি নম্বর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় এবং কয়েক দফা হুমকিও দেওয়া হয়েছিল। তিনি ধারণা করছেন, টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে।
একই দিন কিছুক্ষণ পর নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় মেসার্স তরফদার ট্রেডার্সের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এর আগে, গত ১৮ জুলাই একই বাজারের নওয়াপাড়া গ্রুপের সুফলা বিল্ডিং লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা ছোড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ীরা ২০ জুলাই দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। ওই ঘটনায় মামলা হলেও দীর্ঘ আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে, বুধবারের ঘটনার বিষয়ে অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. মশিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠকে বসে প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত