 
     
 নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের মনিরামপুর উপজেলায় তৃপ্তি মণ্ডল (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কৃষ্ণবাটি গ্রামের অবনিশ মণ্ডলের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে ফেরার পথে প্রতিবেশী শংকর মল্লিক (৪৮) তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত তৃপ্তিকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সম্পর্কজনিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সময় শংকর মল্লিক তাঁকে ধানক্ষেতে ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তৃপ্তির সঙ্গে থাকা এক নারী বাধা দিলে তাকেও ভয়ভীতি দেখানো হয়।
মৃত্যুর খবর পেয়ে পুলিশ গভীর রাতে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী অবনিশ মণ্ডল শুক্রবার সকালে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শংকর মল্লিক বর্তমানে পলাতক।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত