 
     
 নিজেস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে যশোর-নড়াইল সড়কে বিজিবি-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। ব্যাটালিয়নের হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত