 
     
 নিজেস্ব প্রতিবেদক:
যশোর-নড়াইল মহাসড়কের তাঁরাগঞ্জ বাজার এলাকায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার পর এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছু পর বিকট শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০১৪৪) ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কেউ নিহত হননি। সংঘর্ষের পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রী মনিরুল ইসলাম বলেন, “ঢাকা থেকেই বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমরা কয়েকবার ড্রাইভারকে সতর্ক করলেও তিনি শোনেননি। শেষ পর্যন্ত সেই বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ হয়েছে।”
এ বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, “এ ঘটনায় এখনো কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।”
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত