 
     
 যশোর প্রতিনিধি ॥
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের অপসারণের দাবিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ দীনু আহমেদের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আনায়ার কবির নান্টু, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১১ সেপ্টেম্বর দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকালের শার্শা উপজেলা প্রতিনিধি এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনিকে কোনো তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিতে শার্শা থানার বর্তমান ওসিকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তারা স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত