 
     
 নিজেস্ব প্রতিবেদক:
যশোর শহরের দড়াটানার ভৈরবপাড় এলাকায় দখলমুক্ত অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান বিকেল পর্যন্ত চলমান ছিল। সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে নদীর পাড় দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, স্থাপনা ও অবকাঠামো ভেঙে ফেলা হয়। পাশাপাশি সরকারি জায়গায় সীমানা নির্ধারণে পিলার বসানো ও কাটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে।
এর আগে পৌরসভার একাধিক অভিযানে আংশিক উচ্ছেদ হলেও পুরো এলাকা দখলমুক্ত করা সম্ভব হয়নি। এবার প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখার সুযোগ দেওয়া হবে না।
অভিযানের শুরুতেই ভৈরব হোটেল এলাকার কিছু অংশ উচ্ছেদ করা হয়। পরে নদীর তীর ঘেঁষে থাকা হাসপাতাল ও দোকানগুলোতেও অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা জানান, এসব স্থানে সন্ধ্যার পর থেকে আড্ডা ও মাদকসেবনের মতো অপরাধমূলক কার্যক্রমও চলত।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন,
“নদীর জায়গা দখলমুক্তে একাধিকবার নোটিশ দেওয়ার পরও কেউ জায়গা ছাড়েনি। বাধ্য হয়েই আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করেছি। শহরের মানুষ দীর্ঘদিন ধরে নদীর স্বাভাবিক দৃশ্য থেকে বঞ্চিত ছিল, এখন তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, প্রথম ধাপে কাটাতার দিয়ে নদীর অংশ ঘিরে ফেলা হবে। পরে সেখানে গাছ লাগানো ও জনগণের জন্য বিনোদনমূলক পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।
আগামী সপ্তাহে ভৈরব চত্ত্বরের বিপরীত পাশেও দখলমুক্ত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে ক্ষুদ্র দোকানদারদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই তাদের দোকান উচ্ছেদ করা হয়েছে, এতে তারা ক্ষতির মুখে পড়েছেন। তারা পুনর্বাসনের দাবিও জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী রক্ষা ও পরিবেশ পুনরুদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত