1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

সারাদেশে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (Key Point Installation) লক্ষ্য করে নাশকতা বা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এজন্য সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও সম্ভাব্য যেকোনো হামলা প্রতিরোধে সতর্ক থাকতে বলা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, নির্দেশনার পর বিভিন্ন স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি ও আটক করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা সারা বছরই জোরদার থাকে। এসব এলাকায় পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে নিরাপত্তা নিশ্চিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট