 
     
 যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের পরিশ্রমী যুবক শামীম জামান আজ নিঃস্ব ও গৃহহীন। ঋণ করে গড়ে তোলা তার স্বপ্নের গরুর খামার, দোকান ও সংসার একে একে ধ্বংস হয়ে গেছে দুর্বৃত্তদের হাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম জামান ঋণ করে অনেক কষ্টে নিজ গ্রামের পাশে একটি গরুর খামার গড়ে তোলেন। পরিশ্রম ও আন্তরিকতার কারণে এক বছরের মধ্যেই তার খামার এলাকায় ‘একটি দৃষ্টান্ত’ হিসেবে পরিচিতি পায়। খামারে ১৫টি গরু ছিলো এর মধ্যে কয়েকটি গাভী ও কয়েকটি বাচ্চা। প্রতিদিনই তিনি দুধ বিক্রি করে সংসার চালাতেন।
কিন্তু গত ৫ জানুয়ারি ২০২৫ সালের গভীর রাতে দুর্বৃত্তরা খামারে ঢুকে সবগুলো গরু চুরি করে নিয়ে যায়। খোঁজাখুঁজির পরও কোনো গরু উদ্ধার হয়নি। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ঘটনায় শামীমের পরিবারে নেমে আসে চরম দুর্দশা। মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে তার মা স্ট্রোকে আক্রান্ত হন। মায়ের চিকিৎসা ও সংসার চালানোর জন্য শামীম বাধ্য হয়ে পাশের দাঁতপুর গ্রামের আলতার ব্যাপারীর কাছ থেকে ৫ লাখ টাকা সুদে ঋণ নেন এবং একটি ছোট মুদি দোকান চালু করেন।
কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি শামীমের। দোকান চালু হওয়ার কিছুদিন পরই এলাকার কিছু দুর্বৃত্ত তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় শামীমকে হুমকি দেওয়া হয়। এরপর এক গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানে আগুন ধরিয়ে দেয়, পুড়ে যায় সমস্ত মালামাল।
পর পর এসব ঘটনায় শামীম একেবারে ভেঙে পড়েন। স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলেও তিনি অভিযোগ করেন, পুলিশ তার মামলা গ্রহণ করেনি। চাঁদাবাজদের ভয়ভীতিতে শামীম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
আ র শি
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত