 
     
 নিজেস্ব প্রতিবেদক:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার ব্যক্তির নাম জাকির হোসেন (৪৩)। তিনি ওই এলাকার মৃত শাহাজুল ইসলামের ছেলে।
অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থল থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত