 
     
 নিজেস্ব প্রতিবেদক:
যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুইজনকে আটক করার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের এসআই নাসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে মামলাটি দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন— নাহিদ বিল্লাহ ও দেবু প্রসাদ মল্লিক। মামলায় আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল, সাবেক কাউন্সিলর হাজী সুমন, হিটার নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আব্দুল মান্নান মুন্না, রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফ।
মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে তথ্য পাওয়া যায় যে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগের ব্যানার তৈরি হচ্ছে। ওই সময় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের “আই.এন.বি ডিজিটাল” নামে একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে ব্যানার প্রিন্টের কাজ চলছিল। নেতৃত্বে ছিলেন আনোয়ার হোসেন বিপুল।
খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে দেবু প্রসাদ মল্লিক ও নাহিদ বিল্লাহ ব্যানার তৈরির বিষয়টি স্বীকার করেন। পুলিশ ব্যানারসহ কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করে, যেখানে আগেও অনুরূপ কাজের প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, “আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।”
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত