নিজস্ব প্রতিবেদক :
যশোরে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কুদ্দুস আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক কুদ্দুস আলী শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের কাজল হোসেনের ছেলে। সোমবার (৩ নভেম্বর) রাতে সদর উপজেলার বাউলিয়া চাঁনপাড়া এলাকার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তার ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলা দাস জানান, কুদ্দুস আলী পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত