1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ঘোষণা পর হত্যার হুমকির অভিযোগ, প্রধান উপদেষ্টার কাছে গানম্যান চাইবেন হিরো আলম শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের বিরুদ্ধে চার্জশিট যশোর–নড়াইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত যশোরে বাসাবাড়ির মালামালবোঝাই মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলা: প্রধান আসামির অবস্থান নিয়ে অনিশ্চয়তা যশোরে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার, পৃথক মামলা স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রাখার অভিযোগ যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক, মামলা ও কারাদণ্ড জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেভিল হান্ট ফেজ-২ যশোরে ৫ জন আটক

২০ বছর কারাভোগের পর ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগের পর ৩৭ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কারা অধিদফতর জানিয়েছে, রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করেছেন এমন যাবজ্জীবন ও ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সিদ্ধান্তটি আগামী এক-দুই দিনের মধ্যেই কার্যকর করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটির অনুমোদনের পর এই তালিকা চূড়ান্ত করা হয়। জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরি করেছে কারা অধিদফতর।

কারা বিধির ৫৬৯ ধারার আওতায় বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। তিনি বলেন,

> “যেসব বন্দি যাবজ্জীবন বা ৩০ বছরের সাজা পেয়েছিলেন এবং রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছেন, তাদের বয়স, আচরণ ও মামলার ধরন বিবেচনায় সরকারের সিদ্ধান্তে অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।”

 

তিনি আরও জানান, মুক্তির তালিকায় ৩৭ জন বন্দির নাম রয়েছে। কারও ১০ বছর, কারও ৭ বছর বা ৬ বছরের সাজা বাকি ছিল—সবই মওকুফ করে মুক্তি দেওয়া হচ্ছে।

কারা অধিদফতরের সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কেউই নারী নন, যদিও প্রাথমিক প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। অধিকাংশই হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং দেশের বিভিন্ন কারাগারে তারা সাজা ভোগ করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে,

> “দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করেছেন, তাদের মামলার প্রকৃতি, আচরণ, অপরাধের ধরন ও বয়স বিবেচনায় সরকার কারাবিধির ৫৬৯ ধারার আলোকে ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। আদেশ পাওয়ার পরই তা কার্যকর করা হবে।”

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট