স্টাফ রিপোর্টার কাজী শাহেদুস সালাম, যশোর:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে কবর জিয়ারত, দোয়া মাহফিল, রক্তদান, খাবার বিতরণ এবং ধর্মীয় উপহার সামগ্রী বিতরণের মতো কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে যশোর কারবালায় মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর লালদিঘিরপাড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, প্রয়াত নেতার ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এদিকে জেলা ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া মৎস্যজীবী দলের পক্ষ থেকে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়।
দুপুরে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।
একইসঙ্গে শ্রমিক দল ও কৃষক দল বিভিন্ন স্থানে গরিব-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে। সদর উপজেলার বিরামপুরে এতিমখানায় কৃষক দল শিশুদের সঙ্গে বসে খাবার খায়।
এছাড়া নতুনহাট পাবলিক কলেজে তরিকুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত