নাজমুল হোসেন রনি,ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে দুটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তু দুটি ককটেল হতে পারে। তবে জব্দ করা আলামত পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত করবেন, এতে কী ধরনের রাসায়নিক বা বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়েছিল।
এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার সামান্য আহত হয়েছেন। তিনি হাঁটতে হাঁটতে বাসায় ফেরার পথে ককটেলের আঘাতে পিঠে আঘাত পান। একই ঘটনায় নিউজ টোয়েন্টিফোরের মাল্টিমিডিয়া সাংবাদিক নাজমুস সাকিবের মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি হালকা ব্যথা পান।
চা দোকানদার আব্দুল মান্নান গাজী জানান, রাস্তার অপর পাশ থেকে কেউ বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান দিক থেকে ককটেল ছোড়া হয়।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করেন। পরে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীও বন্ধ হয়ে যায় এবং দর্শকরা আতঙ্কে স্থান ত্যাগ করেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত