নিজস্ব প্রতিবেদক | যশোর জার্নাল
যশোর শহরের রেলগেট তেতুলতলা এলাকার তানজীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির হাত ভেঙে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে শিশুটির বাবা মো. রাসেল আহমেদ কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে রাসেল আহমেদ উল্লেখ করেছেন, তার ছেলে মো. রাইয়ান (৭) ওই মাদরাসায় দুই বছর ধরে হিফজ বিভাগে পড়ছে। ঘটনার দিন সকালে পড়াশোনার সময় শিক্ষক আব্দুস সামী ক্লাসরুমে এসে ছেলেকে ডাক দিয়ে সামনে নিয়ে যান এবং হঠাৎ জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেন। এতে রাইয়ানের বাম হাতের কনুই ভেঙে যায়। এরপরও আব্দুস সামী শিশুটিকে চতুর্থ তলায় নিজের কক্ষে নিয়ে হাত বেঁধে র্যাকেট দিয়ে বেদম মারধর করেন।
অভিযোগে বলা হয়, পরে ছেলেটির হাত ফুলে গেলে অন্য শিক্ষকরা প্রধান শিক্ষক মো. সাইফুলকে বিষয়টি জানান। তিনি শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বেলা ১২টার দিকে শিশুর অসুস্থতার খবর পেয়ে পরিবার সেখানে পৌঁছায় এবং আহত অবস্থায় তাকে দেখতে পায়।
অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষক পূর্বেও একাধিক ছাত্রকে মারধর করলেও মাদরাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনার ভিডিও ফুটেজ মাদরাসার সিসিটিভিতে সংরক্ষিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক আব্দুস সামী বর্তমানে তানজীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসায় কর্মরত এবং প্রধান শিক্ষক মো. সাইফুল বিষয়টি অবগত থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তাকেও অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত