ডেস্ক রিপোর্ট:
যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ নভেম্বর এ বিষয়ে আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ তা মঞ্জুর করেন।
দুদকের সহকারী পরিচালক এমরান হোসেনের আবেদনে উল্লেখ করা হয়, প্রলয় কুমারের বিরুদ্ধে চাঁদাবাজি, চোরাচালানসহ অবৈধ অর্থ উপার্জন ও সেই টাকা পাচারের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এ সময় বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, তিনি গোপনে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন।
দুদকের মতে, তিনি দেশ ত্যাগ করতে পারলে তদন্তে প্রয়োজনীয় নথি সংগ্রহে বাধা সৃষ্টি হতে পারে। তাই তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া জরুরি ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত