ডেস্ক রিপোর্ট:
ঢাকার মিরপুরে গভীর রাতে একটি রেস্তোরাঁয় ডিজে পার্টি চলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাইনখোলা কমার্স কলেজ সড়কের ‘বার্গার কুইন’ রেস্তোরাঁয় এই অভিযান হয়।
অভিযানে মিরপুর মডেল থানা–পুলিশ ও মিরপুর আর্মি ক্যাম্পের সদস্যরা মোট ৩১ জনকে আটক করেন। এর মধ্যে ২১ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা আটক নারীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেন। পুরুষদের থানায় নেওয়া হয় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য।
---
ছিনতাই–চুরি রোধে পৃথক অভিযান
এদিকে একই রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। এতে ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়।
এ ছাড়া আগামী ১৭ নভেম্বর ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় থানাজুড়ে বিশেষ নজরদারি বাড়ায় পুলিশ। এই অভিযানে আরও ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত