নিজেস্ব প্রতিবেদক:
যশোরে অবৈধভাবে ভিওআইপি পরিচালনা ও ভারতসহ অন্যান্য দেশে তথ্য পাঠানোর অভিযোগে বাবুল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে শহরের পুরাতন কসবা এলাকার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন কাঁচাবাজার মসজিদ গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ভারতীয় দুটি মোবাইল কোম্পানির মোট ৩১৭টি সিমকার্ড, ভিওআইপি ব্যবহারের একটি কালো মেশিন, দুইটি দেশীয় সিম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা বাবুল হোসেন দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থেকে অবৈধ ভিওআইপি নেটওয়ার্ক চালাতেন। এছাড়া সীমান্তপথে ভারতীয় সিম এনে টেলিযোগাযোগে ব্যবহার করতেন বলেও তথ্য রয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আন্তর্জাতিক যোগাযোগ করানোর বিষয়ে গোপন সংবাদে অভিযানটি পরিচালনা করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আটক বাবুল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রের দাবি, পুরাতন কসবা এলাকার কিছু ব্যক্তি বিভিন্ন সময় গোপনে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তদন্তে সবকিছুই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত