নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে যশোরে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন জামালপুরের বর্তমান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। একই সঙ্গে যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরিয়তপুরে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ৬৪ জেলার এসপি পদে রদবদলের এ প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়— জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব জেলার পুলিশ সুপার পরিবর্তনের জন্য পূর্বে লটারি অনুষ্ঠিত হয়।
গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত ওই লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত