নিজেস্ব প্রতিবেদক:
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কে বা কারা ওই যুবকের দেহটি জরুরি বিভাগের সামনে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের পাশে কোণায় একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। কাছে গিয়ে দেখা যায়, যুবকটির শরীরে কোনো সাড়া নেই। তার পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি, পায়ে কোনো জুতা ছিল না। দুই পা দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ ভেজা অবস্থায় ছিল। পরে তারা বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের জানান।
হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত করেন যে যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, কীভাবে লাশটি হাসপাতালের সামনে এল তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি পিবিআইকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য তথ্য যাচাই করে পরিচয় শনাক্তের চেষ্টা করবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত