1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের হুমকি দেওয়ায় এনসিপি’র দুই নেতাকে অব্যাহতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির মহানগর শাখার দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি ও যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে আগামী দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা ও সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভায়। অভিযোগ করা হয়—নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম আওয়ামী লীগের ঘনিষ্ঠ—এই দাবি তুলে সভা বাধাগ্রস্ত করার চেষ্টা করেন ফারাবি, সোয়াইবসহ কয়েকজন নেতা-কর্মী।

এ সময় সাংবাদিকরা সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। ওই মুহূর্তে সম্মেলনকক্ষে ঢুকে সাংবাদিকদের প্রশ্নোত্তর বন্ধ করতে হুমকি দেন সোয়াইব আহমেদ। তিনি বলেন, সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখবেন। ফারাবিও একই ধরনের মন্তব্য করেন। সাংবাদিকরা কোনো প্রতিক্রিয়া না দেখালে তারা আরও উত্তেজিত ভাষা ব্যবহার করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়। রাতেই রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা প্রতিবাদ জানায়। পরদিন রাজশাহী এডিটরস ফোরামও আলাদা বিবৃতিতে নিন্দা প্রকাশ করে।

সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট