নিজেস্ব প্রতিবেদক:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. হারুনুর রশিদ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মনিরামপুর উপজেলার মনোহরপুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে কেশবপুরের বালিয়াডাঙ্গায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার নিজ দখলীয় বসতঘর থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইন বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় যশোর কোতয়ালী মডেল থানাধীন রেলগেট পশ্চিমপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় হাচিনা বেগম (৬৫) নামের এক নারীকে তার নিজ বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত