নিজেস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, আসামি সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে গেছেন কি না, নাকি দেশে অবস্থান করছেন—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাধারণত এ ধরনের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত থাকলেও এদিন তিনি ও স্বরাষ্ট্রসচিব কেউই উপস্থিত ছিলেন না। বিষয়টি পরিচালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে অগ্রগতি জানাতে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে পদত্যাগের দাবিও তোলে সংগঠনটি।
এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সেখানে মামলার অগ্রগতি সম্পর্কে পুলিশ, র্যাব, ডিবি ও বিজিবির প্রতিনিধিরা ব্রিফ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস) এ এইচ এম শাহাদাৎ হোসাইন, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম, বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত