
নিজেস্ব প্রতিবেদক:
যশোর–নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হালিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত হালিমা খাতুন বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিমা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।