নিজেস্ব প্রতিবেদক:
যশোর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত এই কমিটিতে মোট ১০২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত নতুন কমিটিতে শাহেদ মোঃ রিজভীকে আহ্বায়ক, বিএম আকাশকে সদস্য সচিব, সামিউল আলম শিমুলকে মুখ্য সংগঠক এবং সাঈদ সানকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে জেলা কমিটিতে শাহেদ মোঃ রিজভী যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যশোর শহরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক তৎপরতার মূল্যায়নে কেন্দ্র থেকে তাকে জেলা আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাত্র নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি যশোর জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করবে।
কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের স্বাক্ষরে প্রকাশিত অনুমোদনপত্রে সংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে যশোর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম নতুন গতি পাবে বলে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত