নিজেস্ব প্রতিবেদক:
যশোর শহরের শংকরপুর এলাকায় আলমগীর হোসেন (৫৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা এবং মৃত ইন্তাজ আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, সন্ধ্যার পর আলমগীর মোটরসাইকেলে বটতলা এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথে হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
বিএনপির সাত নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আলমগীর হোসেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়া তিনি যশোর নগর বিএনপির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, নিহতের মাথার দুই পাশে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক বলেন, শংকরপুর ইসহাক সড়কে গুলির ঘটনায় একজন বিএনপি নেতা নিহত হয়েছেন—এমন তথ্য তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত