নিজেস্ব প্রতিবেদক:
যশোরে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে এক লাখ ২০ হাজার টাকা হাতে পাওয়ার পর আটক করা হয়।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই অর্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যাওয়ার পর পেনশন সংক্রান্ত কার্যক্রমের জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।
তার অভিযোগ, প্রায় তিন মাস ধরে নানা অজুহাতে ফাইল ঝুলিয়ে রাখা হয়। একপর্যায়ে তাকে ঘুষ দিতে বাধ্য করা হয় এবং আগে আশি হাজার টাকা দেওয়া হয়। পরে আরও অর্থ দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। তখন পেনশন ছাড় না করার কথা জানানো হয়। এ সময় তার স্ত্রীর বেতনসংক্রান্ত হিসাবেও জটিলতা তৈরি করা হয় বলে তিনি অভিযোগ করেন।
মোহাম্মদ নুরুন্নবী বলেন, বুধবার বিকেলে ফাইল ছাড়ের কথা বলে এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। ওই সময় দুদকের একটি দল সেখানে উপস্থিত হয়ে অর্থসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করে।
দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত