নিজস্ব প্রতিবেদক:
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর মাঠে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এই অভিযানে দুইটি ভেকু (স্কোভেটর) ও দুইটি মাটি বহনকারী ট্রাক জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ তারিখ) দুপুর আনুমানিক ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিজমির মাটি কাটা হচ্ছিল, যা ফসলি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলে দুইজন স্কোভেটর অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। প্রথমবারের অপরাধ বিবেচনায় তাদের সাধারণ ক্ষমা দেখানো হয়।
জরিমানার অর্থ পরিশোধের পর শুক্রবার (৯ তারিখ) সকালে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত ভেকু ও ট্রাক মালিকপক্ষের জিম্মায় দেওয়া হয়। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান বলেন, কৃষিজমি রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ভবিষ্যতেও কঠোর থাকবে।
অভিযানকালে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব অলোক অধিকারী, ইউপি সদস্য শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা বা পরিবেশ নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত