1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাইডারদের মানবিক উদ্যোগ: এক রাস্তায়, এক হৃদয়ে শীতবস্ত্র বিতরণ যশোরে কুপিয়ে মুদি দোকানদার হত্যা, পরে অভিযুক্তকে গণপিটুনিতে হত্যা—দুজনের মৃত্যু সীতাকুণ্ডের সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য আহত বাঘারপাড়ায় ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার যশোরের বলাডাঙ্গায় চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু; ৭ জনের নামে মামলা যশোরে এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত শামসুল আলমকে ‘আমার আগে আমরা’র সংবর্ধনা চুরির অভিযোগে আটক ব্যক্তির মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট যশোরে ১৪ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক অভয়নগরে অবৈধ কয়লা চুল্লির বিরুদ্ধে অভিযান, ৭৪টি গুঁড়িয়ে দিল প্রশাসন

যশোরে তীব্র শীতে বাড়ছে বিপর্যয়, এক দিনে ১০ জনের প্রা’ণহা’নি

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে চলমান কনকনে শীত জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। ঠান্ডাজনিত জটিলতা ও শ্বাসকষ্টে গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জনের প্রা’ণহা’নি হয়েছে। হা’রা’নো এই ব্যক্তিদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ঠান্ডাজনিত অসুস্থতা ও ফুসফুস সংক্রমণের রোগী বেড়েছে। বিশেষ করে বয়স্কদের মধ্যে ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। শীতের তীব্রতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় মোট ২৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী সরাসরি শীতজনিত অসুস্থতায় ভুগছেন। ভর্তি রোগীদের মধ্যে ৫৪ জন শিশু রয়েছে।

প্রা’ণহা’রা’নো কয়েকজনের স্বজনরা জানান, প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতা হঠাৎ করে বেড়ে যায়। ভোর কিংবা রাতের দিকে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে আনা হলেও অনেক ক্ষেত্রে চিকিৎসা শুরুর আগেই সব শেষ হয়ে যায়।

শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের স্বজনরা জানান, শীতের কারণে সর্দি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশুকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কয়েকদিনের চিকিৎসায় কেউ কেউ সুস্থতার পথে থাকলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, যশোরে কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরামর্শ দিচ্ছেন, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। উষ্ণ পোশাক ব্যবহার, ঠান্ডা এড়িয়ে চলা এবং শ্বাসকষ্ট বা জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট