
নিজেস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের সঙ্গে জড়িত অবৈধ ৭৪টি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে এসব চুল্লি ভেঙে দেওয়া হয়।
উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে ভৈরব নদের তীরবর্তী এলাকায় গড়ে ওঠা চুল্লিগুলো উচ্ছেদে খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
মমতাজ বেগম জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বেআইনিভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিল। বিভিন্ন এলাকা থেকে গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হতো। এর ফলে একদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের বড় ধরনের ক্ষতি হচ্ছিল, অন্যদিকে চুল্লি থেকে বের হওয়া ধোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছিল।
তিনি আরও বলেন, সিদ্দিপাশা এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুই শতাধিক চুল্লির অস্তিত্ব রয়েছে। প্রাথমিকভাবে ৭৪টি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ করে এ ধরনের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। অবৈধ এই ব্যবসা বন্ধে অভিযান ধারাবাহিকভাবে চলবে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভয়নগরের ভৈরব নদের দুই তীরজুড়ে সিদ্দিপাশা, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, চাঁদখালী ও পেরুলি গ্রামে শত শত চুল্লি স্থাপন করা হয়েছে। এসব চুল্লিতে নির্বিচারে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। বনজ ও ফলজ গাছ কেটে কাঠ সরবরাহ করায় এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
তাদের অভিযোগ, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এবং ঘনবসতিপূর্ণ এলাকায় এসব চুল্লি গড়ে ওঠায় শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষ। দ্রুত সব অবৈধ চুল্লি উচ্ছেদ ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।