নিজেস্ব প্রতিবেদক:
যশোর শহরের কোতয়ালি থানায় বিকাশের এজেন্টের দোকানে চুরির অভিযোগে শামীম হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দোকান মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা ছবদুল বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন শ্রীকান্তনগর গ্রামের কুতুবের ছেলে ও দোকান মালিক আরাফাত ও আশিক, লতিফের ছেলে আজাহারুল, সাইফুলের ছেলে ইসমাইল ও শিহাব এবং দেলোয়ারের ছেলে ইমন ও নয়ন।
এ ঘটনায় আটক দোকান মালিক আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শামীম হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘদিন ধরে তিনি বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে আরাফাত ও আশিকের দোকানের সামনে অবস্থান করতেন।
ঘটনার রাতে আনুমানিক দুইটার দিকে দোকান মালিক আরাফাত সিসিটিভি ফুটেজে দেখতে পান দোকানের দরজা ভেঙে শামীম ভেতরে প্রবেশ করেছেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শামীমকে ধরে ফেলেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভোরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবার হাসপাতালে গিয়ে শামীিমের মরদেহ শনাক্ত করে। পরে নিহতের বাবা দোকান মালিকসহ সাতজন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত