নিজেস্ব প্রতিবেদক:
যশোর জেলা এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আর্স বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক সংগঠন ‘আমার আগে আমরা’। শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এজাজ হোসেন খান বলেন, মো. শামসুল আলম দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন। তার মতো অভিজ্ঞ ও সংগঠকসুলভ নেতৃত্ব এনজিও অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও পরিকল্পিত, স্বচ্ছ ও ফলপ্রসূ করবে। এর মাধ্যমে যশোর জেলার উন্নয়ন উদ্যোগে নতুন মাত্রা যোগ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার হলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ নূর, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক সুমন ও কাজী জাকারিয়া, সিনিয়র সম্মানিত সদস্য মো. হেলাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
শুভেচ্ছা গ্রহণ করে মো. শামসুল আলম ‘আমার আগে আমরা’ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যশোরের সার্বিক উন্নয়নে সকল এনজিও ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই পরিবর্তন আনা সম্ভব।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত