নিজেস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল রেজা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে বাঘারপাড়া থানাধীন ৮ নম্বর বাসুয়াড়ী ইউনিয়নের কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া গ্রামে তার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফয়সাল রেজা মৃত মহিদুল ইসলামের ছেলে। তার মাতার নাম মোছা. মারুফা খাতুন। তিনি কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে অংশ নেওয়া উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত